দূর্ঘটনা

দূঘটনা মানুষের জীবনে কোন সময় আসবে তা কেউ বলতে পারেনা তবে কিছু বিষয়ে পদক্ষেপ নিলে দূর্ঘটনা অনেকাংশে হ্রাস করা যায় যেমন-গাড়ি চালানোর পূর্বে যদি গাড়ির চাকা ঠিকমত লাগানো আছে কিনা তা পরীক্ষা করা পানির ট্যাংকিতে পানি আছে কিনা তা চেক করা বা গ্যাস আছে কিনা তা চেক করা হয়তো অনেকে বলতে পারেন এইটা আবার নতুন কোন ঘটনা নাকি?যদিও এইটা নতুন নয় তবুও আমি বলতে বাধ্য হচ্ছি  আমি সবাইকে বলতে চাই সবাই সাবধানে চলবেন।

 

আমার অপ্রকাশিত ইচ্ছে!!

 

আমি ওয়েবে নতুন সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা রইল এখানে প্রথম পোষ্ট করছি…………….

সোনাকে যেমন পুড়িয়ে খাঁটি সোনা করা হয় আমি স্পষ্ট বুঝতে পারছি যে তেমনি প্রতিনিয়ত আমার কুসংস্কার, না জানার আকাঙ্খা, অজ্ঞতা পুড়ে পুড়ে, ভাবনাহীন জীবন সবকিছুকে ধ্বংস করে - আবার নতুন ভাবনা-চিন্তা, জীবনকে নতুন করে দেখার বাসনা আস্তে আস্তে জেগে উঠছে এখন অনুভব করে শিখেছি জীবন মানে শুধু গৎ বাধা একঘেয়ে কাজের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়।

জীবনকে জানতে হলে, অনুভব করতে হলে, নিজেকে না পুড়িয়ে জীবনের অর্থ খোজা যায় না যাকে যে কথা বা অনুভূতি বোঝাতে চেয়েছি, নিজের অজ্ঞতার জন্য সে কথা বোঝাতে পারিনি এইমুহুর্তে মনে হচ্ছে নিজে পুড়ে ছাই হয়ে শুধু আসল আমিটুকু বেচে থাকবে নিজের কাছে যেটা কেউ কোনদিন জানবে না, দেখবে না, বলারও প্রয়োজন হবে না

 

একমাত্র নিজের অমূল্য রত্নটুকু নিজের কাছে বন্দী করে রাখব যেটা কেউ কোনদিন শত চেষ্টাতেও পেতে পারে না, আমি তা পেয়েছি। এটা আমার কাছে পরম পাওয়া এবং আত্বতৃপ্তি…………….

ধন্যবাদ সবাইকে!